জামালপুরে বিভিন্ন সময়ে আটক করা প্রায় ৬ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি। এসব মাদকের মধ্যে রয়েছে ইয়াবা, মদ, গাঁজা, ফেনসিডিল, বিয়ার, সেনেগ্রা ট্যাবলেট ও হেরোইন।
রবিবার (১৪ আগস্ট) সকালে জামালপুর ৩৫ বিজিবির প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকগুলো হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ২১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ হাজার ৩৩৪ পিস মদের বোতল, গাঁজা ৫৩.৭৭ কেজি, ফেনসিডিল ৪৬৪ বোতল, বিয়ার ১৯ ক্যান, সেনেগ্রা ট্যাবলেট ৩৭১ পিস, ২ গ্রাম হেরোইনসহ ৩ টি নেশাজাতীয় ইনজেকশন।
তথ্য নিশ্চিত করে ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন জানান, বিভিন্ন পয়েন্টে এসব মাদক নানা সময়ে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ (রবিবার) আনুষ্ঠানিকভাবে আটককৃত এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংস করা এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা।
মাদক ধ্বংসের সময় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী, জামালপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, কুড়িগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল হাসানসহ জামালপুর ও কুড়িগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগ, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।