বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়ির পাশের ধানখেত থেকে মালেক সরদার (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চেঙ্গা মহল্লা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মালেক ওই এলাকার মৃত হাসমত আলীর ছেলে। তিনি দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডের একটি মুরগির দোকানের কর্মচারী ছিলেন।
মালেকের মা তারা বানু জানান, প্রতিদিন ঠিক সময়ে দোকান থেকে বাড়ি ফিরতো মালেক। বৃহস্পতিবার রাতে সে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাড়ির পাশের ধানখেত থেকে মালেকের মরদেহ দেখতে পান তিনি।
দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মালেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।