প্রিমিয়ার লীগের ইতিহাসে দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়লেন ম্যানচেস্টার সিটি ফরওয়ার্ড আর্লিং হ্যালান্ড৷
৫০ তম গোল করতে মাত্র ৪৮ ম্যাচ খেলেছে নরয়ের এই সানসেশান। অন্যকোনো খেলোয়াড় এর চেয়ে অন্তত ১২ ম্যাচ কম খেলেছে এই নরইজিয়ান৷
এই রেকর্ড গড়ার পথে মোট ২১ প্রতিপক্ষের ২০ দলের বিপক্ষেই গোল করেছেন হ্যালান্ড। শুধু ব্রেনফোর্ড এখন পর্যন্ত হ্যালান্ডের বিপক্ষে তাদের গোল পোষ্ট রক্ষা করতে সক্ষম হয়েছে।