সম্প্রতি লক্ষ্য করা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্যা মিরর অব বাংলাদেশ নাম ও লোগো ব্যবহার করে কিছু ব্যক্তি বা গোষ্ঠী সম্পূর্ণ বে-আইনিভাবে বিভিন্ন প্রোফাইল, পেইজ ও গ্রুপ পরিচালনা করছে। এসব প্ল্যাটফর্ম থেকে নিয়মিত সংবাদ ও ভিডিও কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে। অথচ সেগুলোর সঙ্গে দ্যা মিরর অব বাংলাদেশ পত্রিকার কোনো সংশ্লিষ্টতা নেই।
এসব বেআইনি কার্যক্রমের ফলে দ্যা মিরর অব বাংলাদেশ পত্রিকার ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন হচ্ছে। দ্যা মিরর অব বাংলাদেশ এসব ভুয়া প্রোফাইল, পেইজ ও গ্রুপের অ্যাডমিনদের প্রতি অবিলম্বে তাদের কার্যক্রম বন্ধের আহ্বান জানাচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দ্যা মিরর অব বাংলাদেশের সকল পাঠক, শুভাকাঙ্ক্ষী এবং ফেসবুক পেজের ফলোয়ারদের শুধু দ্যা মিরর অব বাংলাদেশ পত্রিকার অফিশিয়াল পেইজ ও প্রোফাইল থেকে প্রকাশিত তথ্য ও সংবাদ অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ভুয়া পেজ ও গ্রুপের বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলুন এবং দ্যা মিরর অব বাংলাদেশের আসল প্ল্যাটফর্ম থেকে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ গ্রহণ করুন।
দ্যা মিরর অব বাংলাদেশ পত্রিকার অফিশিয়াল ফেইসবুক পেজ: https://www.facebook.com/dailymirrorofbangladesh
দ্যা মিরর অব বাংলাদেশ পত্রিকার অফিশিয়াল ফেইসবুক পেজ: https://www.facebook.com/mirrorofbangladesh.news
ইনস্টাগ্রাম প্রোফাইল: https://www.instagram.com/dailymirrorofbangladesh
ইউটিউব প্রোফাইল: https://www.youtube.com/Themirrorofbangladesh
এক্স (সাবেক টুইটার): https://x.com/ dailymirrorofbangladesh