কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে চাল ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার রিফাইতপুর-আল্লারদর্গা সড়কের আলমাতলা মাঠের মধ্যে মসজিদের কাছে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার স্বপন আলী ও স্থানীয়রা জানান, ওইদিন রাত সাড়ে ৭টার দিকে চাল ব্যবসায়ী শরিফুল ইসলামের ম্যানেজার স্বপন মোটরসাইকেল যোগে ব্যবসায়িক কাজে আল্লারদর্গা বাজারে যাচ্ছিলেন।
এসময় রিফাইতপুর-আল্লারদর্গা সড়কের আলমাতলা মাঠের মধ্যে মসজিদের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪-৫ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী তার গতিরোধ করে।
এসময় ছিনতাইকারী চক্র অস্ত্রের মুখে জিম্মি করে স্বপনের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাদের কাছে থাকা পিস্তুলের বাট দিয়ে স্বপনের ঘাড়ে আঘাত করে।
স্বপন মাটিতে লুটিয়ে পড়লে লক্ষাধিক টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায় ছিনতাইকারীচক্র। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া পিস্তুলের একটি ম্যাগজিনসহ আহত অবস্থায় স্বপনকে উদ্ধার করে।
এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং উদ্ধার হওয়া পিস্তুলের ম্যাগজিনটি থানায় হস্তান্তর করা হয়েছে।