1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
দেবীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন » দ্যা মিরর অব বাংলাদেশ
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১২:৫৪|

দেবীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৩ বার সংবাদটি পড়া হয়েছে
491023554 1184189869911183 4304283546314417651 n

পঞ্চগড়ের দেবীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক আজকের বসুন্ধরা’ পত্রিকার উপজেলা প্রতিনিধি লালন সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সেগুলো প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

 

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বর সংলগ্ন এশিয়ান মহাসড়কে “দেবীগঞ্জের সর্বস্তরের সাধারণ নাগরিক” ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

 

এতে আশ্রয়ন প্রকল্পের প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানবন্ধনে সাংবাদিক লালন সরকার বলেন, একই নারীর ভিডিও একাধিক ব্যক্তি ফেসবুকে পোস্ট করলেও মামলা হয়েছে শুধু আমার বিরুদ্ধে। ইউপি সদস্যের মামলার ঘটনাও প্রায় দুই মাস আগের।

 

এতদিন পরে মামলা দায়ের করাটা এই মামলাগুলোর উদ্দেশ্যপ্রণোদিততারই প্রমাণ। মামলার আরেক আসামি শাকিল ইসলাম বলেন, আমি এলাকায় ইউপি সদস্যের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করি বলে আমাকে দুইটি মামলায় আসামি করা হয়েছে।

 

ইউপি সদস্য ওই নারীকে মামলা করতে প্ররোচিত করেছেন।  উভয় মামলার প্রথম স্বাক্ষী কদম বলেন, ঘটনার বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। তাদের মধ্যে কি কথা হয়েছে তারাই ভালো জানে। মামলা হওয়ার পর জানতে পারি, আমাকে স্বাক্ষী করা হয়েছে। একই কথা জানান মামলার অপর দুই  সাক্ষী ইউসুফ এবং হেলাল।

 

মানববন্ধনে মামলার সাক্ষী ইউসুফ আলী বলেন, আমি মামলার বিষয়ে কিছুই জানি না। আমাকে যে সাক্ষী করা হয়েছে, সেটাও আগে জানতাম না। এবিষয়ে মামলার বাদী ইউপি সদস্য নুরুজ্জামান বলেন, সাংবাদিক লালন আমার কাছে দুই লাখ টাকা চাঁদা চেয়েছে এটাই সত্য। যারা মানববন্ধনে বক্তব্য দিয়েছেন তারা আসামির বাবা, মা, ভাই।

 

তিনি আরও বলেন, লালনের ফেসবুক ভিডিও প্রথম ইউসুফ আমাকে দেখিয়েছিল, সে কারণে তাকে সাক্ষী করেছি। তবে তাকে আগে জানাইনি। উল্লেখ্য, গত ৮ এপ্রিল পঞ্চগড় আদালতে দুইটি মামলা দায়ের করা হয়। এতে প্রধান আসামি করা হয় সাংবাদিক লালন সরকারকে। অপর দুই আসামি শাকিল ইসলাম ও হালিম।

 

একটি মামলায় দেবীগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্য নুরুজ্জামান অভিযোগ করেন, আশ্রয়ন প্রকল্পের ঘর ও জমি বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করার শর্তে লালন তার কাছে দুই লাখ টাকা দাবি করেন।

 

অন্য মামলায়, হালিম নামে একজনের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পের এক নারীকে ধর্ষণের অভিযোগে ২৯ মার্চ দেবীগঞ্জ থানায় মামলা হয়। পরবর্তীতে লালন সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে- তিনি ওই মামলার ভুক্তভোগীর ভিডিও সাক্ষাৎকার ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করে তার সম্মানহানি করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024