দেবীগঞ্জে হাসিবুল ইসলাম নামে এক মাদকসেবির এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত হাসিবুল ইসলাম দেবীগঞ্জ পৌরসভার মুন্সীপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টায় দেবীগঞ্জ পৌর সদরের মুন্সিপাড়া এলাকায় উপ-পরিদর্শক শচীন্দ্র নাথ সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় একটি ভুট্টা ক্ষেতে মাদক সেবনরত অবস্থায় হাসিবুল ইসলামকে আটক করে পুলিশ। পরে রাতে ১০টায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান তাকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ দেন।
একই দিনে পুলিশের অভিযানে আরো ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতদের একজন উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ঢাকাইয়া পাড়া এলাকার আবু সাঈদের ছেলে ইউনুছ আলী এবং আরেকজন দণ্ডপাল ইউনিয়নের হাকিমপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে রিয়াজ উদ্দিন। রিয়াজের কাছ থেকে ১৮ পিচ এবং ইউনুছের কাছে ১০ পিচ ট্যাপেন্টাডল পাওয়া যায়।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের আজ আদালতে সোর্পদ করা হয়েছে।