1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
দেবীগঞ্জে চীনের উপহারের হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন » দ্যা মিরর অব বাংলাদেশ
৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১০:৫৭|

দেবীগঞ্জে চীনের উপহারের হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

মোঃ সিরাতুল মোস্তাকিম দেবীগঞ্জ (পঞ্চগড়)
  • আপডেট টাইম : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৪ বার সংবাদটি পড়া হয়েছে
a5960 d6e1f1f1d8 long

 বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন সরকার উপহার হিসেবে বাংলাদেশে এক হাজার শয্যার ৩টি হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে। এ হাসপাতালগুলোর একটি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্থাপনের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করেছে স্থানীয় জনসাধারণ।

 

শনিবার (৩ মে) দুপুর ১২টায় দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও পেশা ও শ্রেণি নির্বিশেষে কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও উপজেলা জামায়াতের সাবেক আমির আবুল বাশার বসুনিয়া, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক ও চিলাহাটি ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা, ইসলামী আন্দোলন দেবীগঞ্জ শাখার সভাপতি কামরুল হাসান প্রধান, দেবীগঞ্জ উন্নয়ন ফোরামের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওয়াসিস আলম।

 

বক্তারা বলেন, সৈয়দপুর বিমানবন্দর থেকে দেবীগঞ্জের দূরত্ব কম হওয়ায় যোগাযোগ ব্যবস্থা অনুকূল। এছাড়া দেবীগঞ্জে পর্যাপ্ত খালি জমি থাকায় হাসপাতাল নির্মাণের উপযুক্ত পরিবেশ রয়েছে। পঞ্চগড়ে কোনো মেডিক্যাল কলেজ বা বড় সরকারি হাসপাতাল না থাকায় জেলার প্রায় ১৩ লাখ মানুষ দীর্ঘদিন ধরে আধুনিক চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে, ফলে মুমূর্ষু রোগীদের অনেকেই পথেই মৃত্যুবরণ করে।

 

তারা আরো বলেন, রংপুর, দিনাজপুর এবং নীলফামারীতে মেডিক্যাল কলেজ থাকলেও পঞ্চগড়ে নেই, ফলে এখানকার জনগণ বারবার চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। তাই চীনের উপহারের একটি হাসপাতাল দেবীগঞ্জে স্থাপন করলে শুধু পঞ্চগড় নয়, আশপাশের জেলাগুলোর মানুষও উন্নত চিকিৎসা সুবিধা পাবে। বক্তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে দেবীগঞ্জে হাসপাতাল স্থাপনের জোর দাবি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024