পঞ্চগড়ের দেবীগঞ্জে স্থানীয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিশ কুড়ির উদ্যোগে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ২৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে বিশ কুড়ি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
বিশ কুড়ি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইমরান আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস।
বিশ কুড়ি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাতুল মোস্তাকিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌর মেয়র ও বিশ কুড়ি’র প্রধান উপদেষ্টা আবু বকর সিদ্দিক আবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম, জেলা পরিষদের সদস্য তানজিনা ইয়াসমিন ও আক্তার হোসেন নিউটন, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়,সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন এবং দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম রাজু প্রমুখ।
এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবনৃন্দ ও বিশ কুড়ি’র স্বেচ্ছাসেবকরা এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে বিশ কুড়ি’র পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া।
উল্লেখ্য, ২০২০ সালের ৫ জুলাই পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত হয় বিশ কুড়ি নামক সামাজিক সংগঠনটি। প্রতিষ্ঠার ৩ বছরের মধ্যেই সংগঠনটি উপজেলায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে নিজের স্বকীয়তা তৈরি করে নিয়েছে।