সারাদিন সিয়াম সাধনা শেষে প্লেট ভর্তি ৮ -১০ প্রকার খাবার দিয়ে সাজানো ইফতার নিয়ে বসে আছেন নানাবয়সি অন্তত দেড় শতাধিক মানুষ। অসহায়, দুস্থ, ধনী, গরিবসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ প্রতিদিন এক ছাদের নিচে ইফতার করছেন। আজ সোমবার (২৪ মার্চ) কুষ্টিয়ার কুমারখালীর কয়া স্বপ্নভূমি জামে মসজিদে সরেজমিন গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
প্রতিদিনই মসজিদের মাইকে ইফতারের ঘোষণা শুনে ছুটে তারা ছুটে আসেন বলে জানিয়েন স্থানীয়রা। প্রথম রমজান থেকে সেখানে এমন আয়োজন করেছেন ঢাকা স্বপ্নভূমি প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচলক এম মিলন হাসান। আয়োজন চলবে শেষ রমজান পর্যন্ত।
মসজিদের মুয়াজ্জিন বোরহান উদ্দিন বলেন, ‘প্রথম রমজান থেকে চালু হওয়া এমন আয়োজন চলবে শেষ রমজান পর্যন্ত। মাইকে ঘোষণা শুনে প্রতিদিনই প্রায় ১৫০ – ১৮০ জন নানা শ্রেণির মানুষ ইফতার করতে আসেন এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে প্রায় কোটি টাকা ব্যয়ে স্বপ্নভূমি জামে মসজিদটিও নির্মাণ করেছেন এম মিলন হাসান।’
স্থানীয় ভ্যানচালক কুবের শেখ (৫৭) বলেন, ‘চপ, সিঙ্গারা, খেঁজুর, আপেল, কমলাসহ নানান প্রকার সুস্বাদু খাবার থাকে ইফতারে। সুযোগ পেলে প্রায় দিনই আসি। ইফতার পেয়ে সবাই খুশি।’
প্রতিদিনই ৮ -১০ প্রকারের আয়োজন থাকে বলে জানিয়েছেন মিলন হাসানের বড় ভাই মো. কুতুব উদ্দিন। তিনি বলেন, ‘ সকল মানুষই সমান। এখানে কোনো ভেদাভেদ নেই। সেই লক্ষ্যে প্রতিদিনই এক ছাদের নিচে ধনী গরিব, অসহায়, দুস্থদের নিয়ে এমন ইফতারের আয়োজন। ভবিষ্যতেও এ আয়োজন চলমান থাকবে।’