1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
দুই সেঞ্চুরিতে আফগানিস্তানের রানের পাহাড় » দ্যা মিরর অব বাংলাদেশ
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ১১:৩৯|

দুই সেঞ্চুরিতে আফগানিস্তানের রানের পাহাড়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১২ বার সংবাদটি পড়া হয়েছে
1688818472 bc21df8f99481525c3356a6dae62501d

রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ল স্বাগতিক আফগানিস্তান। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে সফরকারী আফগানদের প্রথেমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমেই ইনিংসের শুরু থেকে রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। উদ্বোধনীতে তারা ২২১ বলে ২৫৬ রানের জুটির রেকর্ড গড়েন।

এ রেকর্ড গড়ার পথে রহমানউল্লাহ-ইব্রাহিম জাদরান ছাড়িয়ে যান জাভেদ আহমাদি ও করিম সাদিককে। তারা ২০১২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজায় উদ্বোধনী জুটিতে ১৪২ রানের রেকর্ড গড়েছিলেন।

৩.১ ওভারে সাকিব আল হাসানের বল এলবিডব্লিউ হয়ে ফেরেন গুরবাজ। তার আগে ক্যারিয়ারের ২০তম ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন তিনি। সাজঘরে ফেরার আগে ১২৫ বলে ১৩টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ক্যারিয়ার সেরা ১৪৫ রান করেন রহমানউল্লাহ।

রহমানউল্লাহ আউট হওয়র পর বালির বাঁধের মধ্যে ভেঙে যায় আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। কোনো উইকেট না হারিয়ে ২৫৬ রান করা আফাগানিস্তান এরপর মাত্র ৫০ রানের ব্যবধানে হারায় ৫০ রান।

তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৫ বলে ২ রানে ফেরেন রহমত শাহ। ৭ বলে ২ রানে মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। ১৫ বলে ১০ রানে মিরাজের দ্বিতীয় শিকার নজিবুল্লাহ জাদরান।

ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে ইনিংসের শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করে যাচ্ছিলেন ইব্রাহিম জাদরান। সেঞ্চুরি তুলে নেওয়ার তাকে সাজঘরে ফেরান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সাজঘরে ফেরার আগে ১১৯ বলে ৯টি চার আর একটি ছক্কার সাহায্যে ১০০ রান করেন ইব্রাহিম।

সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসানের দ্বিতীয় শিকারে পরিণত হন আফগান লেগ স্পিনার রশিদ খান। ৪৮.৫ ওভারে দলীয় ৩১৮ রানে মোস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিণত হন আজমতউল্লাহ ওমরজাই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024