চট্টগ্রামের সীতাকুণ্ডে ৬ হাজার ৬০০ লিটার চোরাই জ্বালানি তেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তেল পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে র্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় ফৌজদারহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- ঝালকাঠি জেলার রাজাপুর থানার নারিকেল বাড়িয়ার মৃত আব্দুল গণির ছেলে মো. রাজিব হোসেন (২২) ও লক্ষ্মীপুর জেলার রামগতি থানার শিক্ষাগ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির (২৬)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আরটিভি নিউজকে বলেন, সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় চোরাই জ্বালানি তেল কেনা-বেচা খবর পেয়ে মঙ্গলবার দুপুর দেড়টায় অভিযানে যায় র্যাব।
এ সময় দুটি ট্রাক থেকে ৩৩টি তেলের ড্রাম থেকে ৬ হাজার ৬০০ লিটার চোরাই জ্বালানি তেল উদ্ধার করা হয়। এছাড়া ট্রাক দুটিও জব্দ করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। উদ্ধার জ্বালানি তেলের আনুমানিক মূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা। তবে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।