1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
দুই জয়ে টেবিলের শীর্ষে রিয়াল » দ্যা মিরর অব বাংলাদেশ
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:২২|

দুই জয়ে টেবিলের শীর্ষে রিয়াল

 নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২০ বার সংবাদটি পড়া হয়েছে
Rel
ইন্টারনেট

শিরোপা ধরে রাখার অভিযানে টানা দ্বিতীয় জয় পেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সালতা ভিগোর বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে দলটি।

 

শনিবারের ম্যাচে কারিম বেনজেমা, লুকা মদ্রিচ, ভিনিসিয়াস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দে একটি করে গোল করেন।

নিজেদের ঘরের মাঠে আক্রমণাত্মক শুরু করলেও শেষ পর্যন্ত হারকে সঙ্গী করেই মাঠ ছাড়ে সালতা। অন্যদিকে এক দিন আগে রিয়ালের অন্যতম সেরা খেলোয়াড় কাসেমিরোকে বিদায় দিলে সমর্থকদের মনে শঙ্কা জাগে আগের ধারালো পারফরম্যান্স নিয়ে, তবে ম্যাচের কিছু সময় পর দেখা যায় আরও প্রাণবন্ত ও আগ্রাসী রিয়ালকে।

সালতার ডিফেন্ডার রেনাতো তাপিয়ার হাতে বল লাগলে ভিএআরের সাহায‍্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ১৪ মিনিটের মাথায় সফল স্পট কিকে নতুন মৌসুমে লা লিগায় গোলের খাতা খোলেন বেনজেমা।

প্রথম গোলে লিড নেয়ার পর দারুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠে কার্লো আনচেলত্তির দল, তবে বেশি সময় লিড ধরে রাখতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ২৩তম মিনিটে পেনাল্টি কিকে গোল করেন সালতার ইয়াগো আসপাস।

৪১তম মিনিটে লুকা মদ্রিচের দারুণ এক গোলে ২-১ গোলে আবারও এগিয়ে যায় আনচেলত্তির দল।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে রিয়ালকে আবারও কিছুটা ছন্নছাড়া মনে হয়েছিল। সুযোগ পেয়ে শিরোপাধারীদের বেশ কয়েকবার চেপে ধরে সালতা, তবে প্রতিপক্ষের ডিফেন্ডারের সঙ্গে পেরে উঠতে পারেনি সালতা।

৫৬তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ব্যবধান ৩-১ করে রিয়াল মাদ্রিদ। মদ্রিচের কাছ থেকে বল পেয়ে দারুণ গতিতে সবাইকে পেছনে ফেলে এগিয়ে যান ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড। পরে গোলরক্ষককেও কাটিয়ে বল জালে জড়ান ভিনি।

৬৬তম মিনিটে আবারও গোল উৎসবে মেতে ওঠে বেনজেমারা। ফেদেরিকো ভালভার্দের গোলে এ দিনের খেলায় এক হালি গোল করে রিয়াল। দূর থেকে নেয়া শটে উরুগুয়ের এই মিডফিল্ডার বল পাঠান জালে।

ম্যাচের শেষ দিকে আরও ব্যবধান বাড়াতে পারত রিয়াল মাদ্রিদ। ৮৫তম মিনিটে দ্বিতীয় পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি।

লা লিগার অন্য ম্যাচে কাদিজের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ওসাসুনা। শনিবার রাতের আরেক ম্যাচে মায়োর্কার বিপক্ষে ২-১ গোলে জয়ে পেয়েছে রিয়াল বেতিস।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024