সবশেষ ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভা অনুষ্ঠতি হয়েছিল। এরপর আর কোনো সভা অনুষ্ঠিত হয়নি। তবে দীর্ঘ ১০ বছর পর আবারও বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির বোর্ড সভা।
আগামী অক্টোবরে আইসিসির বোর্ড সভার ভেন্যু নির্ধারিত হয়েছে বাংলাদেশ। রোববার (২৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশে বসতে যাওয়া আসন্ন আইসিসির এই বোর্ড সভা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর কারণ সংস্থাটির আসন্ন নির্বাচনও হবে ঢাকাতেই। তাই এবারের সভাতে সবার নজর আলাদাভাবে থাকবে। আইসিসির বর্তমান কমিটির সর্বশেষ সভা হবে এটি। যেখানে এজেন্ডা থাকবে আইসিসি নির্বাচন, আর্থিক কাঠামো ও ভবিষ্যৎ সফর পরিকল্পনা।
বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা। নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, তার শেষ বোর্ড মিটিং। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়ে দেয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।’
বাংলাদেশ ক্রিকেটের জন্য বোর্ড সভাটি কতটা গুরুত্বপূর্ণ? পাপন বললেন, ‘আইসিসির বর্তমান কমিটির এখন যেহেতু শেষ টার্ম, কিছু ক্রিটিক্যাল সিদ্ধান্ত আছে, যেটার ওপর নির্ভর করবে অনেক কিছু। এখন যা পাস হচ্ছে, তা কিন্তু আট বছর চলবে। কে কত টাকা পাবে, খেলা কী হবে, এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য।’