রাজধানীর কদমতলী থানাধীন জুরাইনে স্বামীর উপর অভিমান করে মুন্নি আক্তার (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার(২৩মে) বিকেল পাঁচটার দিকে জুরাইনের আলম মার্কেট এলাকার বাসায় এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় ঐ গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী মো. রুবেল জানান, আমার স্ত্রী পোশাক শ্রমিক ছিলেন। বেশ কিছুদিন ধরে অফিসে যায় না। আমিও বাসের হেলপারি করি। আজ মাগরিবের নামাজের পরে পাশের এক ভাড়াটিয়ার সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার স্ত্রীর ঝগড়া হয়। এই বিষয়টি সে আমাকে জানায়। আমি কথা শুনে বলি ঠিক আছে আমি দেখছি। এই বলে আমি বাইরে যেতে চাইলে আমার স্ত্রী বলে তুমি বাইরে গেলে আমি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করব।
আমি তবুও কথা না শুনে সিগারেট কিনতে বাইরে চলে আসি। ফিরে এসে দরজা বন্ধ দেখতে পাই। পরে ডাকাডাকি করলে দরজা না খুললে শাবল দিয়ে দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বর্তমানে জুরাইন আলম মার্কেটের একটি তিন তলা বাসার নিচ তলায় থাকি। আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার চন্ডিপুর গ্রামে। আমাদের বিয়ে হয়েছে দেড় বছর। কোনও সন্তান নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।