এশিয়া কাপের শুরু থেকে দলের সঙ্গে ছিলেন না অসুস্থতার কারণে। সুপার ফোরে দলের সঙ্গে যোগ দেন লিটন, তাকে জায়গা করে দেয় নাজমুল হোসেনের চোট। তামিম ইকবালের পর লিটন দাসের অনুপস্থিতিতে ওপেনিং নিয়ে বেশ অস্বস্তিতেই পড়ে বাংলাদেশ।
শুরুতে ব্যাকআপ হিসেবে এনামুল হককে নিয়ে যাওয়া হলেও তাকে খেলানো হয়নি। পাঠানো হয় মেহেদী হাসান মিরাজকেও। লিটন দলে ফেরার পরও দুই ম্যাচ খেলেন তিন নম্বরে। ভালো শুরু পেয়েও কাজে লাগাতে পারেননি। আজ অবশ্য নিজের পরিচিত ওপেনিংয়ে ফিরে শুরুটাই পেলেন না। ব্যাটিংয়ে এশিয়া কাপ লিটনের জন্য হয়ে থাকছে হতাশারই।
আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে-এ তিন দল বাদ দিলে লিটনের সর্বশেষ ওয়ানডে ফিফটিটি গত বছরের জুলাইয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তানজিদ ১৩, লিটন ০ আর এনামুল হক বিজয় ফিরেছেন ৪ রান করে। বাংলাদেশের স্কোর ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৯ রান।