টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ১৫ জনের মূল দল ও স্ট্যান্ড বাই ৩ জনেও জায়গা হয়নি জেসন রয়ের।
লম্বা সময় ধরে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না জেসন রয়ের। ফর্মে না থাকায় দল থেকে বাদ দেয়া হয়েছে তারকা এই ক্রিকেটারকে। রয়ের সঙ্গে বাদ পড়েছেন ওপেনার অ্যালেক্স হেলসও।
বিশ্বকাপের জন্য ডাক পেয়েছেন ব্যাটার ফিল সল্ট। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মার্ক উড ও ক্রিস ওকস। ফিরেছেন লিয়াম লিভিংস্টোন ও ক্রিস জর্ডানও। একইসঙ্গে চলতি বছর কোনো টি-টোয়েন্টি না খেলা বেন স্টোকসও রয়েছে ১৫ জনের স্কোয়াডে।
পাশাপাশি রিজার্ভ হিসেবে রাখা হয়েছে লিয়াম ডওসন, রিচার্ড গ্লিসন ও টাইমাল মিলসকে।
বিশ্বকাপে ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুকস, স্যাম কারেন, ক্রিস জরডান, লিয়াম লিভিংস্টোন, ডাওয়িড মালান, আদিল রাশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
স্ট্যান্ড বাই: লিয়াম ডওসন, রিচার্ড গ্লিসন ও টাইমাল মিলস।