প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তামিমের এই আকস্মিক অসুস্থতার প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রমেও।
সোমবার (২৪ মার্চ) দুপুর ১২টায় বিসিবির বোর্ডসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তামিমের সংকটাপন্ন অবস্থার খবর পাওয়ার পরই সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা সভা বাতিল করে সরাসরি হাসপাতালে ছুটে যান।
মোহামেডানের হয়ে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপির মাঠে হাজির হয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। নির্ধারিত সময়ে টসও করেছিলেন। এরপরই অসুস্থ হয়ে পড়েন তারকা এই ক্রিকেটার। আর ফিল্ডিংয়ে নামা হয়নি।
প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত বিকেএসপির পাশেই ফজিলাতুননেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম ইকবাল।