বাংলাদেশের দুই পেসার তানজিম সাকিব ও তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ।
টাইগারদের প্রথম উইকেট এনে দেন তানজিম সাকিব। হেনড্রিকসকে এলবিডব্লু করে প্যাভিলিয়নে ফেরান তিনি। সিম আপ ডেলিভারি মিস করে গেছেন একেবারে। ডি কক পুল করতে গিয়ে মিস করে বোল্ড হন জুনিয়র সাকিবের দলে।
বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দেন তাসকিন। তাসকিন আহমেদের বলে বোল্ড এইডেন মার্করাম। আবার সিম আপ ডেলিভারি। দারুণ লেংথ আর লাইন। ব্যাট চালিয়ে নাগাল পাননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। স্টাবসকে ফিরিয়ে নিজের তিন উইকেট পূরণ করেন তানজিম সাকিব।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৩ রান।