নারী শিক্ষার্থীদের আইসিটি ক্ষেত্রে দক্ষতা, সক্ষমতা বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) শামসুন নাহার হলের আইসিটি ডিভিশনের সহায়তায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রলালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এমপি।
শনিবার ( ২০ আগষ্ট ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন করেন তিনি। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের প্রাধাক্ষ্য ড.লাফিফা জামাল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রাধাক্ষ্য ড.লাফিফা জামাল জানান , আইসিটি ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ল্যাবে নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করা হবে।
হলের শিক্ষার্থীদের জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করায় আইসিটি ডিভিশন ও মাননীয় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।