শার্শা( বেনাপোল) প্রতিনিধি
বয়সটা ৪১ ছুই ছুই। বোলিংয়ে আগের মত গতি নেই।ছোট রানআপে খুড়িয়ে খুড়িয়ে এখনও মনের অদম্য ইচ্ছায় বল করে যাচ্ছে। বলছি,মাশরাফি বিন মর্তুজার কথা।
দীর্ঘ ৫০ দিন পরে ঢাকা প্রিমিয়ার লীগ খেলতে নেমেই নিজের প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে একাই কুপোকাত করে দিয়েছেন।
আজ বিকেসপির ৩ নং মাঠে যখন খেলা শুরু হয় মাশরাফি বিন মর্তুজা নিজেকে ৫ম বোলার হিসাবে বোলিংয়ে নিয়ে আসেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় নি।নিখুত লেন্থ আর আউটসুইং দিয়ে ব্যাটসম্যানদেরকে বোকা বানিয়েছেন। নিজের প্রথম ওভারেই প্রিতম কুমারের উইকেট দিয়ে শুরু।
এরপর একে একে সাব্বির হোসেন, ফয়সাল হোসেন, মইন খান ও মাহফুজ রাব্বিকে সাজঘরে পাঠান। ৮ ওভার বোলিং করে মাত্র ১৯ রান খরচায় তুলে নেন ৫ উইকেট।একই সাথে ম্যান অফ দ্যা ম্যাচের খেতাবটাও নিজের পকেটে পুরে নেন।
মাশরাফির এই বিধ্বংসী বোলিংয়ে গাজীগ্রুপ ক্রিকেটার্সকে ১৩৬ রানে গুটিয়ে দিয়ে মাশরাফির লিজেন্ডস অফ রুপগন্জ ৬ উইকেটের সহজ এক জয় তুলে নেয়। অথচ এই মাশরাফিই বিপিএলের মাঝ পথ থেকে ইনজুরির কারণে বিপিএলকে বিদায় বলেছিল।হয়তবা মাশরাফি বলেই এমন জাদুকরী পারফর্মমেন্স করা সম্ভব।