ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাহন ও চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৭ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার ঢাকা মুখী লেনে এ দূর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সাভার হাইওয়ে থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত পথচারীর নাম মো. শফিকুল ইসলাম শফিক (৫৩)। তিনি টাঙ্গাইলের ধনবাড়ি থানার টাউরিয়া পশ্চিম পাড়া এলাকার মো. হাসান আলীর ছেলে। তিনি সাভারে একটি কোম্পানিতে চাকরি করতেন।
আটক ট্রাক চালকের নাম দেলোয়ার হোসেন। তিনি সাভারের বলিয়ারপুর এলাকার বাসিন্দা।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা ঘাতক পরিবহন ও চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।
তারা আসলে ব্যবস্থা নেওয়া হবে।