ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দল চট্টগ্রাম যাওয়ার আগে শনিবার ( ৪মার্চ) সকালে মিরপুরের সিসিডিএম কার্যালয়ে এসেছিলেন তিনি। সেখানেই মোহামেডানের হয়ে খেলার জন্য নিবন্ধন করেন।
মোহামেডানের সিনিয়র ক্লাব কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, “মোহামেডান ঐতিহ্যবাহী দল, আমরা সব সময়ই ভালো দল গড়ার চেষ্টা করি। এবারও সাকিব-মাহমুদউল্লাহকে দলে নিয়েছি। আশা করি, সে (সাকিব) আমাদের হয়ে খেলবে।”
২০২২ আসরেও সাকিবকে দলভুক্ত করেছিল মোহামেডান। দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। তবে জাতীয় দল ও ব্যক্তিগত ব্যস্ততা শেষে ফিরে দেখেন সুপার লিগে উঠতে পারেনি তার দল। পরে মাশরাফীর নেতৃত্বাধীন দল লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দেন টাইগার অলরাউন্ডার।
১৫ মার্চ থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।