1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
ডাক বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এসএসসি পাসে আবেদন » দ্যা মিরর অব বাংলাদেশ
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১২:৩১|

ডাক বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এসএসসি পাসে আবেদন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৪৬ বার সংবাদটি পড়া হয়েছে
বিভাগ

 সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে  বাংলাদেশ ডাক বিভাগ।  রাষ্ট্রীয়ত্ব প্রতিষ্ঠানটির অধীনে ০২টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ডাক বিভাগ

সার্কেলের নাম: জেনারেল ম্যানেজার, ডাক জীবন বীমা, পশ্চিমাঞ্চল, রংপুর সার্কেল

অফিসের নাম:  আঞ্চলিক ম্যানেজার, ডাক জীবন বীমা, খুলনা অফিস

পদের নাম  : ড্রাইভার (ভারী) । 

শিক্ষাগত যোগ্যতা : যেকোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট ( এস এস সি)  বা সমমান পরীর্ক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

অভিজ্ঞতা :  ভারী মটর গাড়ী চালনোর বৈধ লাইন্সেস সহ ভারী  গাড়ী  চালানোর  ২বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

বেতন : ৯৭০০- ২৩৪৯০ ( গ্রেড-১৫) post office in 20231011201807

পদের নাম  : নিরাপত্তা প্রহরী । 

শিক্ষাগত যোগ্যতা : যেকোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট ( এস এস সি)  বা সমমান পরীর্ক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

অভিজ্ঞতা :  সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে।  অভিজ্ঞতার প্রয়োজন নেই ।

বেতন : ৮২৫০- ২০,০১০ ( গ্রেড-২০) 

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: খুলনা

বয়স: ০১ জুলাই ২০২৩ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

আবেদনের নিয়ম:  আগ্রহীরা pliwc.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ নং পদের জন্য ২২৩ টাকা, ২ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১৬ অক্টোবর ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়: ০২ নভেম্বর ২০২৩ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: ইত্তেফাক, ১১ অক্টোবর ২০২৩

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024