ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ছোট নুনতোর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, মকবুল হোসেনের বড় ছেলে মো. সিয়াম (১০) ও একই গ্রামের মুক্তার হোসেনের ছেলে আল আমিন (১২)। দুজনেই প্রতিবেশী।
সিয়ামের বাবা মকবুল বলেন, পুকুরের পাশে খেলা করার সময় একজনের জুতা পানিতে পড়ে যায়। সেটি তুলতে গেলে একজন পানিতে পড়ে ডুবে যায়। অপরজন গামছার সাহায্যে বন্ধুকে পানি থেকে তুলে আনার চেষ্টা করলে সেও পড়ে গিয়ে ডুবে যায়। পরে পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, বিষয়টি আমরা জেনেছি। পানিতে ডুবে দুই মাদরা সা ছাত্রের মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।