খুলনার ফুলতলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের চালক ও যাত্রী নিহত হয়েছেন। উপজেলার রাড়ি পাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলতলা উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মিনহাজ হাসান রাজ ও অভয়নগর উপজেলার তালতালা সিরাজকাটি গ্রামের তাজ বিকুর রহমান শাহাত। দুজনই আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মো. শাহ আলম।
তিনি জানান, তারা দুজন সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোটরসাইকেলে করে যশোরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী ট্রাক তাদের চাপা দেয়। তারা ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা মরদেহদুটি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।