২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত হওয়া ম্যাচগুলোর ৫০ শতাংশ এবং এরপরের ম্যাচগুলোর শতভাগ পারফরমেন্স বিবেচনায় র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নারীদের বিভাগে আয়ারল্যান্ডের নিচে নেমে গেছে বাংলাদেশ। এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে টাইগ্রেসরা। বাংলাদেশকে টপকে নবম স্থানে উঠেছে আয়ারল্যান্ড।
শুক্রবার (২ মে) নারী টি-টোয়েন্টি দলের বার্ষিক হালনাগাদ র্যাংকিং প্রকাশ করে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সর্বশেষ ৯টি টি-টোয়েন্টি ম্যাচে জয় নেই বাংলাদেশের। এমনকি সর্বশেষ ২৩ ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে তারা। তাই র্যাংকিংয়ে অবনতি হয়েছে টাইগ্রেসদের। ১৯২ রেটিং নিয়ে দশম স্থানে নেমে গেছে বাংলাদেশ। নবম স্থানে ওঠা আয়ারল্যান্ডের সাথে রেটিং পয়েন্টের ব্যবধান খুব বেশি না তাদের। মাত্র ২ রেটিং পিছিয়ে বাংলাদেশ। ১৯৪ রেটিং রয়েছে আয়ারল্যান্ডের।