আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে বসবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ছেলেদের বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। তারপর বাংলাদেশে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আজ দুপুরে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলোতে একযোগে এ দুই টুর্নামেন্টের লোগো প্রকাশ করেছে আইসিসি।
আগামী জুন-জুলাইয়ে হবে ছেলেদের বিশ্বকাপের নবম আসর। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে প্রথমবার কোনো আইসিসির প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলায় নিশ্চিতভাবেই ক্রিকেটের বাজার আরো ছড়িয়ে পড়বে।
টুর্নামেন্টও হবে বেশ বড় পরিসরে। অংশ নেবে ২০টি দল। যা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে।
২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ১০ দলের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। যেখানে মোট ম্যাচ হবে ২৩টি।
লোগো উন্মোচনে আইসিসি দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটকে সংজ্ঞায়িত করে এমন তিনটি জিনিস থেকে লোগোটি তৈরি হয়েছে―ব্যাট, বল ও শক্তি!