দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল। সকালে চায়ের দেশ ও পূণ্যভূমি সিলেটে পৌঁছায় স্বাগতিক ও সফরকারী দল। আগামী ১৪ ও ১৬ জুলাই হবে টি-টোয়েন্টি ম্যাচ দুটি। ১৪ জুলাই সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
বন্দরনগরী চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডেতে আফগানদের কাছে ২-১ এ সিরিজ হারে লিটন দাসের দল। প্রথম দুই ম্যাচে ব্যাটিং দৈন্যতায় ব্যর্থ হয় স্বাগতিকরা। শেষ ম্যাচ উজ্জল নৈপূণ্যে জ্বলে ওঠে টাইগাররা। ওয়ানডেতে আসল শক্তির বাংলাদেশকে দেখা যায় এ ম্যাচে। এরআগে একমাত্র টেস্টে আফগানদের বিধ্বোস্থ করেছিলো বাংলাদেশ।
ওয়ানডে সিরিজের মাঝপথে অধিনায়ক তামিম ইকবালের হঠাৎই অবসরে যাওয়া আবার প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙ্গে ফিরে আসার ঘটনার নেতিবাচক প্রভাব পড়ে দলে। প্রথম ওয়ানডে খেললেও পরের দুই ম্যাচ খেলেননি তামিম।
টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের অন্যতম শক্তিশালি দল আফগানিস্তান। সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে লড়াকু ক্রিকেট খেলার আশা স্বাগতিকদের।