ভারত বিশ্বকাপের পর পরই রঙ্গনা হেরাথের সঙ্গে সম্পর্ক শেষ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এরপরই স্পিন বোলিং কোচ ছাড়া সিরিজ খেলেছে টাইগাররা। অবশেষে লঙ্কান সাবেক তারকা স্পিনারের স্থলাভিষিক্ত হলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক তারকা লেগস্পিনার মুশতাক আহমেদ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। চলতি মাসের শেষদিকে জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ওই সময় থেকেই টাইগার শিবিরে যোগদানের কথা রয়েছে মুশতাকের।
মুশতাক আহমেদ টাইগারদের স্পিন কোচের দায়িত্ব পালন করবেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই আন্তর্জাতিক আসর।
এই বিষয়ে মুশতাক বলেছেন, ‘একজন স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হওয়াটা আমার জন্য অনেক সম্মানের।’
৫৩ বছর বয়সী সাবেক এই তারকা ক্রিকেটার ইংল্যান্ড (২০০৮-২০১৪), ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-১৯) এবং পাকিস্তান (২০২০-২২) এর স্পিন বোলিং কোচের ভূমিকা পালন করেছেন।