বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতিনিধি হিসেবে কয়দিন আগে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়নদের চলমান আসর শুরু হচ্ছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে।
এদিকে প্রথমবারের মতো বিপিএলে অংশগ্রহণ করছে ক্যাপিটালসরা। এমন ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা।
সোমবার (৩০ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচ এটি। প্রথম ম্যাচে মুখোমুখি হয় বরিশাল ও রাজশাহী। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টা। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও গাজী টিভিতে।
এই ম্যাচ দিয়ে বিদেশি ক্রিকেটার হিসেবে ঢাকার জার্সিতে প্রথম ম্যাচে খেলবেন স্টিফেন এস্কিনাজি, পেরেরা, আমির হামজা, ফারমানুল্লাহ শাফি।
রংপুরের বিদেশি ক্রিকেটার হিসেবে একাদশে রয়েছেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, স্টিভেন টেলর ও খুশদিল শাহ।