নবম টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। চলমান আসরে এখনও অপরাজিত দুই দল। শিরোপার মঞ্চে যারা হারবে টুর্নামেন্টে প্রথম হারের সঙ্গে শিরোপাও হাতছাড়া হবে তাদের। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউই ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়।
শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। আর খেলা দেখাবে নাগরিক টিভি ও স্টার স্পোর্টস-১।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শিরোপার লড়াইয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে দুদলই।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ট, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।