ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টাইগারদের একাদশে পরিবর্তন শুধুমাত্র একটি। শামিম পাটোয়ারীর পরিবর্তে খেলবেন মেহেদি হাসান মিরাজ।
শের-ই বাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আবারো টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানের দল। প্রথম টি-টোয়েন্টিতেও টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
১-০ তে এগিয়ে থাকায় আত্মবিশ্বাসী বাংলাদেশ। অন্যদিকে প্রথম ম্যাচ হারায় ঘুরে দাঁড়াতে চায় জস বাটলাররা৷
দুপুর তিনটায় শুর হবে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি। মিরপুরে শেষ পাঁচ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় মাত্র একটিতে। তাই টি-টোয়েন্টিতে হোম অব ক্রিকেটে নিজেদের চিরচেনা ফর্ম আনতে প্রস্তুত সাকিববাহিনী।