চলতি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হংকং। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটির অধিনায়ক নিজাকাত খান।
এদিকে প্রথম ম্যাচে শ্বাসরূদ্ধকর লড়াই শেষে পাকিস্তানকে হারিয়েছে রোহিত বাহিনী। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের দেয়া ১৪৮ রানের লক্ষ্যমাত্রা ২ বল ও ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় ভারত।
তবে ভারতকে ম্যাচটি সহজে জিততে দেয়নি পাক বোলাররা। শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে গেছে ম্যাচ। আর যা সম্ভব হয়েছে অভিষিক্ত তরুণ পেসার নাসিম শাহ ও আরেক তরুণ পেসার শাহনেওয়াজ দাহানির কল্যাণে। এ দুজন ভারতের রানের চাকার লাগাম টেনে রাখেন।