ঝিনাইদহের শৈলকূপায় তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক নেতা রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশান এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতার নাম হানিফ। তিনি হরিণাকুন্ডু উপজেলার বাসিন্দা। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে রামচন্দ্রপুর মাঠে হঠাৎ গোলাগুলি শুরু হয়। গুলির শব্দ থামার পরে স্থানীয়রা সেচ খালের পাশে গিয়ে গুলিবিদ্ধ ও জখম হওয়া লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দুটি মোটর সাইকেলও উদ্ধার করেছে পুলিশ।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শৈলকূপা ও কুষ্টিয়া সদর উপজেলার সীমান্তবর্তী হওয়ায় এলাকাটি নির্জন। এর আগেও এখানে হত্যার ঘটনা ঘটেছে।’