ঝালকাঠিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি এবং স্থানীয় নাগরিক সমাজের ব্যানারে ডাকা বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৩১ জুলাই) সকালে জেলা আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে।
সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এতে বিএনপির অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আহ্বান করা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া উপস্থিত হন।
শাহাদাত হোসেন জানান, অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে নিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ আইনজীবী সমিতির সামনে দিয়ে দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার পথে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
এতে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত পাঁচ নেতাকর্মী আহত হন। ফলে পণ্ড হয়ে যায় বিএনপির বিক্ষোভ সমাবেশ।
আরও পড়ুন: এফবিসিসিআই’র সভাপতির সঙ্গে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার জানান, নাগরিক সমাজের উদ্যোগে একটি সমাবেশ চলাকালে বিএনপির নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল বক্তব্য দেওয়ায় তাদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এসময় কাউকে মারধর করা হয়নি বলে দাবি করেন তিনি।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে পুলিশ মাঝখানে থেকে উভয়পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।