1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
জুলাই গণ-অভ্যুত্থানে জাবিতে হামলার ঘটনায় সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের পেনশন সুবিধা বাতিল » দ্যা মিরর অব বাংলাদেশ
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ১১:১১|
শিরোনামঃ
কুবি কর্মকর্তাদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল জুলাই গণ-অভ্যুত্থানে জাবিতে হামলার ঘটনায় সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের পেনশন সুবিধা বাতিল সানিয়াকে ছাড়ার পর ‘বদলে গেল’ ছেলের সঙ্গে শোয়েবের সম্পর্ক আবিদুর-অর্ণবের নেতৃত্বে কুবির মার্কেটিং ডিবেটিং ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত মানসিক ভারসাম্যহীন নারীকে হাত-পা বেঁধে নির্যাতন কুবির নজরুল হলে ইফতারের টাকা আত্মসাতের অভিযোগ! কুবিতে ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুবিতে কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে কোরআন বিতরণ

জুলাই গণ-অভ্যুত্থানে জাবিতে হামলার ঘটনায় সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের পেনশন সুবিধা বাতিল

মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১০৩ বার সংবাদটি পড়া হয়েছে
images 3

জুলাই গণ-অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় দীর্ঘ তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান এর পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। 

এছাড়াও ছাত্রলীগের ২৮৯ জন নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং হামলায় মদদ দেওয়ার অভিযোগে অভিযুক্ত ৯ শিক্ষককে সাময়িক বহিষ্কার ও ১০ শিক্ষকের বিরুদ্ধে স্ট্রাকচার্ড কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

দীর্ঘ সময় ধরে চলা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে গতকাল সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত তিনটায়  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেন।

সিন্ডিকেট সভাটি বেলা ১১ টায় শুরু হয়ে চলে প্রায় রাত পৌনে ১ টা পর্যন্ত।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলন চলাকালে জাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে। আর যারা পরীক্ষা ও ভাইভা দিয়েছে তাদের ফলাফল স্থগিত করা হবে এবং নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে।’

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকদের সম্পর্কে তিনি জানান, ‘আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও পুলিশি হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে ৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য-প্রমাণ সংগ্রহ করতে স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে।’

সাময়িক বরখাস্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন তৎকালীন প্রক্টর অধ্যাপক আলমগীর কবির, সাবেক প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন বশির আহমেদ, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ইসরাফিল আহমেদ রঙ্গন, শেখ রাসেল হলের প্রভোস্ট তাজউদ্দীন শিকদার, বাংলা বিভাগের নাজমুল হাসান তালুকদার, সরকার ও রাজনীতি বিভাগের ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া,ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক মেহেদী ইকবাল এবং ইতিহাস বিভাগের অধ্যাপক হোসনে আরা বেবী।

এ ছাড়া ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে ক্যাম্পাসের অভ্যন্তরে গণপিটুনি ও পরবর্তী সময়ে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় আটজনকে ৬ মাসের বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে দায়েরকৃত মামলার ধারায় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

এদিকে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ১৫ জুলাইয়ের রাতকে ‘কালো রাত’ হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের কয়েকজন সদস্যের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা হল, শেখ রাসেল হল এবং শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করার জন্য কমিটি গঠন করা হয়েছে।

সোহাগ/মিরর

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024