মশার অত্যাচার আর কাঁহাতক সহ্য হয়! একে কামড়, তার ওপর মশাবাহিত রোগ–সব মিলিয়ে মানুষ নাকাল। এরই নিদান হিসেবে এল অভিনব এক উদ্যোগ। কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিত বা মৃত মশা তাদের কাছে জমা দিলেই মিলবে পুরস্কার।
উদ্যোগটি নিয়েছে ফিলিপাইনের ম্যানিলার বারাঙ্গে অ্যাডিশন হিলস নামের গ্রামে। গ্রামটির প্রধান কারলিটো সারনাল ঘোষণা দিয়েছেন, প্রতি পাঁচটি মশার জন্য তারা এক পেসো (বাংলাদেশি মুদ্রায় ২ টাকার কিছু বেশি) করে পুরস্কার দেবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ফিলিপাইনের জনবহুল এই অঞ্চলটিতে মশার উপদ্রপ বাড়ছে। ফলে বাড়ছে মশাবাহিত রোগও। এরই পরিপ্রেক্ষিতে কারলিটো এ ই ঘোষণা দেন।
এই ঘোষণার পর অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর সমালোচনা ও হাস্যরসের শিকার হয়েছেন কারলিটো। তবে তিনি তাঁর অবস্থানে অনড়। তিনি বলছেন, জনস্বাস্থ্য বিবেচনায় এটি খুবই গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, ফিলীপাইনে সম্প্রতি মশাবাহিত রোগ বাড়ছে। বিশেষ করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সম্প্রতি কারলিটো সারনালের পাশের এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন শিক্ষার্থী মারা যায়। এরপরই এই ঘোষণা দেন কারলিটো।
ঘোষণা অনুযায়ী, জীবিত বা মৃত মশা জমা দিলেই মিলবে পুরস্কার। এমনকি মশার লার্ভাও জমা দিয়ে পুরস্কার পাওয়া যাবে। এরই মধ্যে ২১ ব্যক্তি ঘোষণা অনুযায়ী কাজ করে পুরস্কার দাবি করেছে বলে জানা গেছে। তারা মোট ৭০০ মশা জমা দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।