জামালপুর জেলা কারাগারে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর দেড়-টা দিকে জেলা কারাগার থেকে ফাঁকা গুলিবর্ষণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত থেমে ফাঁকা গুলির শব্দ পাওয়া যায়। মুহুর্মুহু গুলির শব্দের জেলা শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। আশপাশের লোকজন দ্রুত ওই এলাকা থেকে সরে পড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ কারারক্ষী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত পাঁচ কারারক্ষী জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা হলেন- কারারক্ষী রুকনুজ্জামান (৫০), সাদেক আলী (৪৫) ও জাহিদুল ইসলাম (৪১)। আর ২ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে সময় যত বাড়ছে ভিতরে থাকা কয়েদী ও কারারক্ষী স্বজনদের আহাজারি বাড়ছে। গণমাধ্যমকর্মীদের ও প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা।
স্বজনরা বলছেন, গুলাগুলির এত সময় পার হলেও কেনো তাদের সেখানকার পরিস্থিতির বিষয়ে জানানো হচ্ছেনা। এসময় সাংবাদিকদের মাধ্যমে তাদের কেউ নিহত হলো সেটা জানানোর অনুরোধ করেন
খোঁজখবর নিয়ে জানা যায়, রাজনৈতিক মামলার সব আসামি মুক্তি পেয়েছে। তবে এ সুযোগে অন্য বন্দিরাও কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে জোর করে বের হওয়ার চেষ্টা করে তারা। ওই সময় বেশ উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের না এলে কারারক্ষীরা ফাঁকা গুলিবর্ষণ করেন।
এ সময় কারাগারের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এই মুহূর্তে সেখানে কী ঘটেছে তা জানা যাচ্ছে না। সেনাবাহিনীর সদস্যরা কারাগারের চারপাশ ঘিরে রেখেছেন।
জামালপুর জেলা কারাগারে জেল সুপার (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম বলেন, কারাগার থেকে কোনো কারাবন্দি বের হতে পারেনি। ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্যরা রয়েছেন। প্রথম দিকে ফাঁকা গুলিবর্ষণ শব্দ শুনেছি এখন শোনা যাচ্ছে না। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. নবিন বলেন, অসুস্থ হয়ে পাঁচজন কারারক্ষী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।