জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের সহাকরী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম -কে অভিভাবক সদস্য লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ক্লাস বর্জন করে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জাহিদ, বাবু, সুমাইয়া, সাবেক শিক্ষার্থী কামরুল হাসান বাপ্পী, আনিস, সিফাতসহ বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
তারা বলেন, বুধবার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম দশম শ্রেণির এক ছাত্রীকে মৌখিকভাবে শাসন করেন। এতে ওই শিক্ষার্থীর বাবা স্থানীয় পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা ক্ষিপ্ত হয়ে স্কুলে প্রবেশ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
শিক্ষককে লাঞ্ছিত করায় ওই অভিভাবকের শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা।
উল্লেখ ,বুধবার (২৪ আগষ্ট) ক্লাসে পড়া না পাওয়ায় অন্তত ২০-২৫ জন শিক্ষার্থীকে বেত্রাঘাতে পিটিয়ে আহত করার অভিযোগও উঠে এ শিক্ষকের বিরুদ্ধ। এতে মিনু (১৫) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হলে তাকে জামালপুর জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়।