জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১ জুলাই) সকালে কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে বিভাগের শিক্ষার্থীরা। ‘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ’ ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আমানুল্লাহ। বক্তব্য রাখেন শিক্ষার্থী আফিয়া আহমিদা, হাবিবুল্লাহ সুজা, শাহারিয়ার বায়েজিদ, আশা মনি প্রমুখ।
বক্তারা বলেন, “সরকারি আশেক মাহমুদ কলেজের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক ইমরান স্যার। পাঠদানের গুণে তিনি আমাদের হৃদয়ের অনেক কাছের মানুষ হয়ে উঠেছেন। হঠাৎ করে তাকে জেলার মেলান্দহ সরকারি কলেজে বদলি করা হয়েছে—যা আমরা মানতে পারছি না। আমরা চাই, তাকে পুনরায় আমাদের কলেজে ফিরিয়ে আনা হোক।”
এ সময় শিক্ষার্থীরা ‘ইমরান স্যারকে ফেরত চাই’, ‘বদলি নয়, শিক্ষকতা চলুক’—এমন নানা স্লোগান লিখিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। মানববন্ধনে বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা আরও জানান, শিক্ষক ইমরান হোসাইন শুধু একজন প্রভাষক নন, বরং তিনি একজন অভিভাবকের মতো। তার পাঠদান, ব্যবহার এবং ছাত্রদের প্রতি ভালোবাসা অনন্য। তাই বিভাগ ও কলেজের স্বার্থেই তাকে ফেরানোর দাবি জানান তারা।