জামালপুরের সরিষাবাড়িতে বিলের মাছ ধরা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলটির ইউনিয়ন কমিটির সকল কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির শামীম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে সরিষাবাড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী মহাদান ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি এবং সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হলো। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির শামীম তালুকদার বলেন, এই ইউনিয়নে পূর্বপুরুষদের সময় থেকেই দুই গ্রুপের মধ্যে সমস্যা চলে আসছে। সম্প্রতি এই বিরোধ আরও বড় আকার ধারণ করেছে। শৃঙ্খলা ফেরাতে ইউনিয়নের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।