1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
জামালপুরে বিকাশ ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে ৫ লাখ টাকা ছিনতাই  » দ্যা মিরর অব বাংলাদেশ
২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:১৯|

জামালপুরে বিকাশ ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে ৫ লাখ টাকা ছিনতাই 

সাকিব আল হাসান নাহিদ জামালপুর
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৮৮৬ বার সংবাদটি পড়া হয়েছে
484096843
আহত বিকাশ ব্যবসায়ী রফিকুল ইসলাম

জামালপুরের মেলান্দহে রফিকুল ইসলাম (৪৩) নামে এক বিকাশ ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাঁচ লাখ টাকা ও চারটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

 

এ ঘটনায় মো. ফারুক (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে  শনিবার  ( ২২ মার্চ) রাত সাড়ে-১১টা দিকে মেলান্দহ পৌরসভার কামদেববাড়ী এলাকায়

 

এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো গতকাল শনিবার রাতে সাড়ে ১১টা দিকে পৌরসভার কামদেববাড়ী এলাকার বশর উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম মেলান্দহ বাজারের গো-হাটি সংলগ্ন বিকাশের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা চাকদহ এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ফারুক (৩৪) এবং মৃত আব্দুল মতিনের ছেলে আশিক (২৫) সহ আরও কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। 

 

এসময় রফিকুলকে এলোপাতাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। রফিকুলের সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা, চারটি মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নেয় তারা। রফিকুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় রফিকুলকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ছিনতাইয়ের সময় আসামি ফারুক ঘটনাস্থলে নিজের মোবাইল ফেলে যায়। পরে মোবাইলটি আনতে গেলে স্থানীয়দের হাতে ধরা পড়ে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, ছিনতাই কাজে ব্যবহৃত একটি হাতুড়ি জব্দ করা হয়েছে।

 

এ ঘটনায় মেলান্দহ থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার ফারুককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আশিকসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024