জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন সাবেক রাষ্ট্রপতি এইচ.এম এরশাদের ৪র্থতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী জামালপুর পৌরসভাসহ সদর উপজেলার ১৯টি স্পটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচিগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, জামালপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মীর সামসুল আলম লিপটন, যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম জিল্লুর রহমান, জামালপুর শহর জাতীয় যুব সংহতি আহবায়ক মো. মোশাররফ হোসেন ও সদস্য সচিব মো. ইব্রাহিম প্রমুখ।
অপরদিকে মেলান্দহ উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ৪র্থতম মৃত্যু বার্ষিকতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করেন নেতৃবৃন্দ।
এসময় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-শিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয় পার্টি মেলান্দহ উপজেলা শাখার আহবায়ক মীর সামসুল আলম লিপটন, সদস্য সচিব ফজলুল হক ফজল, যুগ্ম-আহবায়ক মন্জুরুল হক, জাকিউল ইসলাম কহিনুর, জাতীয় পার্টি মেলান্দহ পৌর শাখার সভাপতি মোজাম্মেল হক মন্জু, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জামালপুর জেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।