জুলাই আন্দোলনের এক বছর পূর্তিতে শহীদদের স্মরণে জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা ও সদর উপজেলা কমিটির উদ্যোগে শহীদ সাফওয়ান আকতারের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১ জুলাই) বিকেল ৪টায় এনসিপির জেলা নবগঠিত সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী শাহিদুর রহমান সম্রাটের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। শহীদ সাফওয়ান আকতার সদ্য সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’-এর সময় পুলিশের গুলিতে তিনি প্রাণ হারান।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী খলিলুর রহমান লিটন, ফজলুর রহমান, সদস্য রাকিব হাসান, সদর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন শাকিলসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির অন্যান্য নেতাকর্মীরা।
পরবর্তীতে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন সদর উপজেলা শাখার সমন্বয় কমিটির সদস্য হাফেজ মাওলানা সামিউল ইসলাম। এছাড়াও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন নেতৃবৃন্দ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে শাহিদুর রহমান সম্রাট বলেন, “সহস্রাধিক শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে আমরা আজ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। তাদের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই বিপ্লবকে আমরা নষ্ট হতে দেব না।
তিনি আরও বলেন,সরকারকে দ্রুত সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে, দোষীদের শাস্তির ব্যবস্থা ও মৌলিক সংস্কার শেষে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।”
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সকল শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। দলটি মনে করে, শহীদদের আত্মত্যাগই এনসিপির রাজনৈতিক বৈধতার ভিত্তি।