জামালপুরের ইসলামপুর উপজেলায় অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগে এক ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।অভিযুক্ত চেয়ারম্যানকে ‘আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর’ বলেও আখ্যায়িত করেন বক্তারা। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী শাপলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের নাম আব্দুর রহিম বাদশা। তিনি গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। স্থানীয় ইউনিয়ন বিএনপি, এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণের ব্যনারে এ মানববন্ধন অনুষ্ঠিত।
এতে বক্তব্য দেন গোয়ালেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম মেম্বার, সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান বাবুল্লা মেম্বার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক পাগাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার এবং সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া।
বক্তারা অভিযোগ করেন, আব্দুর রহিম বাদশা ক্ষমতার অপব্যবহার করে ইউনিয়নে ব্যাপক অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তিনি সরকারি উন্নয়ন প্রকল্পের বরাদ্দের অর্থ আত্মসাৎ, সালিশি বৈঠকের নামে ঘুষ গ্রহণসহ নানা অপরাধ করে যাচ্ছেন।
বক্তারা আরো বলেন, “শেখ হাসিনা সরকার বিদায়ের পরও তিনি অনিয়ম-দুর্নীতি অব্যাহত রেখেছেন। ইউনিয়নবাসীর স্বার্থে তাঁকে দ্রুত ইউপি চেয়ারম্যান পদ থেকে অপসারণ করতে হবে।” এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আনীত অভিযোগগুলো সঠিক নয়।”