এসময় রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট আবু হাসান লিটনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে বৃক্ষরোপন কর্মসূচী পরিচালনা করা হয়।
কর্মসূচীতে রোটারি ক্লাব অব কুষ্টিয়ার পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী সামছুন্নাহার আলো, পাষ্ট সেক্রেটারী রোটারিয়ান রুয়াইম রাব্বি, সৈয়দা হাবিবা, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ওবায়দুর রহমান, আকাম উদ্দিন, জাহিদুল ইসলাম রনিসহ রোটারিয়ান মোসাদ্দেক আলী মণি, রোটারিয়ান শাহ জামাল তানভির এবং উপস্থিত ছিলেন।
মিরর/ এম আর