নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ -এর অংশ হিসেবে জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন ময়দানে (আউটার স্টেডিয়াম) এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদি।