জাতীয় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা জাগোরনী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তারা ইউএসএআইডি/ ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি (বিএনএ) প্রকল্প বিভাগে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ আউটরিচ বিশেষজ্ঞ। / প্রকল্প কর্মী পদের সংখ্যা: ১ টি। আবেদন যোগ্যতা: পুষ্টি/কৃষি/সামাজিক বিজ্ঞান বা যেকোনো বিষয়ে স্নাতক/মাস্টার্স ।
পদ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ১৮- ৪০ বছরের মধ্যে হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালনা বাধ্যতামূলক। এমএস-অফিসে প্রাথমিক কম্পিউটার দক্ষতা ইংরেজি ও বাংলায় প্রতিবেদন লেখায় ভালো দক্ষতা
বেতন ভাতাঃ ৩৩ হাজার টাকা । এছাড়া সাংগঠনিক নীতির পাশাপাশি প্রকল্প অনুযায়ী একত্রিত এবং অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা
জব লোকেশন : খুলনা বিভাগ ।
নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
ডাক যোগে বা ইমেলে সিভি পাঠানো র ঠিকানা: জাগোরনী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) , ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০ ইমেল:job.jcf@gmail.com
মিরর/ জবস্