জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচন ২০২৫ এর তফসিল ঘোষণার দিন আজ। তবে জাকসু’র তফসিল ঘোষণা হবে কি না এ নিয়ে সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অংশীজনদের মাঝে অনেকটা দ্বিধা দেখা গেছে।
এর আগে, ১ ফেব্রুয়ারি (শনিবার) জাকসু’র তফসিল ঘোষণা করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করতে অনেকটা ব্যর্থ হয়ে আজ ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিন ধার্য্য করে।
জানা যায়, ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘পরিবেশ পরিষদ: জাকসু নির্বাচন-২০২৫’ এক সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ইতোমধ্যে জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হয়েছে৷ আমাদের মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় যে, জাকসু নির্বাচন-২০২৫ এর আগে গত ১৪-১৭ জুলাই ২০২৪ সন্ত্রাসী হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ন্যূনতম জাকসু গঠনতন্ত্র সংস্কারসহ বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করছি। এজন্য আমরা একটি জকসু সংস্কার কমিশন গঠন করছি এবং আগামী ৬ ফেব্রুয়ারি এই কমিটির রিপোর্টের সাপেক্ষে তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিকে জাকসু নির্বাচনের আগে এর গঠনতন্ত্র সংস্কার জরুরি বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল। গত ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার পূর্বে ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় মিছিল বের করেছিল এবং পরিশেষে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেয়।
ছাত্রদলের নেতাকর্মীরা চলে গেলে পরে সাধারণ শিক্ষার্থীরা আসে এবং তারা জাকসু’র তফসিল ঘোষণা চায় বলে স্লোগান দেয়।
পরবর্তীতে আগামী ৬ ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে- বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘক্ষণ মিটিং এর পরে এ সিদ্ধান্ত জানায়।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন (জাকসু) বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। একই বছর প্রথম জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ১৯৯৩ সালের ২৯ জুলাই ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধলে সে সময়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে। এরপর ৩২ বছর পার হলেও আলোর মুখ দেখেনি জাকসু।
সোহাগ/মিরর